ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তরুণীকে ধর্ষণের পর হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৬:০৫, ২৩ আগস্ট ২০২২

তরুণীকে ধর্ষণের পর হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামাল মিয়াজী, আবুল বাশার, জিয়া ও মাহমুদা বেগম।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বলেন, কামাল মিয়াজী ও মাহমুদা বেগম ওই তরুণীকে হত্যার জন্য আসামি আবুল বাশার ও জিয়াকে পাঁচ হাজার টাকায় ভাড়া করেন। আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২২ মে রাতে ওই তরুণীকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। 

আরো পড়ুন