ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী হওয়া ৯ বিচারপতি

প্রকাশিত: ০৭:১৮, ১৯ অক্টোবর ২০২১

শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী হওয়া ৯ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে দুই বছর আগে নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তারা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক এবং বিচারপতি কাজী জিনাত হক।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঞ্চালনায় এ শপথপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল ১৮ অক্টোবর হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে দুই বছর আগে নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির আদেশের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রাথমিকভাবে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে রাষ্ট্রপতির আদেশে তাদের হাইকোর্টে স্থায়ী বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন