ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুপ্রিম কোর্টের বিচারকরা বাড়ির জন্য কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন

প্রকাশিত: ১৮:৪৮, ২৩ জুলাই ২০২১

সুপ্রিম কোর্টের বিচারকরা বাড়ির জন্য কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন

সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন তারা। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগে পাঁচজন বিচারক আছেন, হাইকোর্ট বিভাগে আছেন ৯২ জন।

ঋণের নীতিমালা অনুযায়ী, গৃহ নির্মাণ ঋণের সুদ হার ৯ শতাংশ। ঋণগ্রহীতা ৪ শতাংশ পরিশোধ করবেন। বাকি ৫ শতাংশ সুদ সরকার দেবে।

একজন আবেদনকারী কেবল একবারই এ নীতিমালার আওতায় ঋণ পাবেন। দেশের যেকোনো এলাকায় বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারবেন তিনি। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২০ বছর। 

গাজীপুর কথা

আরো পড়ুন