বুধবার  ২৯ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯,  ০৭ রমজান ১৪৪৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নির্মাণাধীন মার্কেট ভবনের ছাদে নিথর শ্রমিক

প্রকাশিত: ২২:৩৭, ১৮ মার্চ ২০২৩

নির্মাণাধীন মার্কেট ভবনের ছাদে নিথর শ্রমিক

ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাধাল বাজারের গোপালপুর রোডের মো. ফজলু শিকদারের নির্মাণাধীন মার্কেট ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে আবুল হোসেন মোল্লার ছোট ছেলে মোহাম্মদ মোল্লা (১৭)। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

নিহতের বাবা আবুল হোসেন মোল্লা জানান, বাধাল বাজারের নির্মাণাধীন মার্কেট ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতো। শুনেছি কাজের সময় ছাদের ওপরের বিদ্যুতের তারে সঙ্গে লোহার রডের স্পর্শে হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন মার্কেট ভবনের ছাদের ওপরের বিদ্যুতের তারের সঙ্গে লোহার রডের স্পর্শে মোহাম্মদ মোল্লার মৃত্যু হয়।