ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পরিধেয় কাপড়ে ২ কেজি স্বর্ণ, দুবাই ফেরত যাত্রী আটক

প্রকাশিত: ১০:১০, ২৫ জানুয়ারি ২০২৩

পরিধেয় কাপড়ে ২ কেজি স্বর্ণ, দুবাই ফেরত যাত্রী আটক

স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কাপড়ের সাথে মেশানো দুই কেজি স্বর্ণসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের যাত্রী জিয়াউল হককে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করে এনএসআই। প্রথম পর্যায়ে তার কাছ থেকে দু'টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। পরবর্তীতে স্ক্যানিংয়ে তার পরিধেয় কাপড়ে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে।

নগরীর হাজারীগল্লিতে এসব কাপড় পুড়িয়ে আরো এক কেজির বেশি স্বর্ণপিন্ড পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

স্বর্ণ উদ্ধারের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যাত্রী জিয়াউল হকের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুর হাট।