ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চট্টগ্রামের পাহাড়তলী থেকে ব্রিটিশ আমলের পরিত্যক্ত শেল উদ্ধার

প্রকাশিত: ১২:২৩, ৪ অক্টোবর ২০২২

চট্টগ্রামের পাহাড়তলী থেকে ব্রিটিশ আমলের পরিত্যক্ত শেল উদ্ধার

শেল উদ্ধার

চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানাধীন মৌসুমি আবাসিক এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রিটিশ আমলের একটি শেল উদ্ধার করা হয়েছে।

এটির গায়ে ‘৪০ এমএমএম-২৫’এবং ১৯৪৩ সাল লেখা ছিল। সোমবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে নগরীর মৌসুমি আবাসিক এলাকা থেকে এ শেলটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।

ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, পাহাড়তলীতে মৌসুমি আবাসিক এলাকায় শিশুরা খেলার মাঠ সমান করার জন্য মাটি খুঁড়ে নিচু জায়গায় ফেলছিল।

এ সময় তারা অস্ত্রসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘৪০ এমএমএম-২৫’ নামে লংরেঞ্জ শেল বা গোলাটি উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সেটি হস্তান্তর করা হয়।