ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে : রাশেদা সুলতানা

প্রকাশিত: ২২:০৫, ১ অক্টোবর ২০২২

জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে : রাশেদা সুলতানা

রাশেদা সুলতানা

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান। 

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। তাই সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সহায়তা করবেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, ডিজিএফআই বগুড়ার অধিনায়ক এসআই নুরুজ্জামান, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার ও জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ প্রমুখ।

সভায় র‍্যাব-১২ সিরাজগঞ্জের ডিএডি আবু সাঈদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছা. নুরজাহান খাতুন, রায়গঞ্জের ইউএনও তৃপ্তি কণা মন্ডল, বেলকুচির ইউএনও মো. আনিসুর রহমান, সদরের সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফিসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।