ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাফজয়ী কৃষ্ণাকে টাঙ্গাইলে সংবর্ধনা

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২২

সাফজয়ী কৃষ্ণাকে টাঙ্গাইলে সংবর্ধনা

সাফজয়ী কৃষ্ণাকে টাঙ্গাইলে সংবর্ধনা

টাঙ্গাইলের গোপালপুরে নিজ বিদ্যালয় ও গ্রামে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য সাফ এশিয়া জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রাণী সরকার। নিজ বিদ্যালয় গোপালপুর সুতি ভিএম সরকারি পাইলট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আর গ্রামের মানুষের এমন সংবর্ধনায় পেয়ে উচ্ছ্বসিত কৃষ্ণা রাণী।

যেই গ্রামের মানুষজন তুচ্ছ-তাচ্ছিল্য করে নানা রকম কটু কথা বলত তারাই আজ ফুল হাতে সংবর্ধনা জানিয়েছে কৃষ্ণা রাণীকে। এই প্রাপ্তি সত্যি বিশ্বজয়ের চেয়েও কম নয়।

সাফ এশিয়া বিজয়ের পর নানা আনুষ্ঠানিকতা আর বিভিন্ন জায়গায় সংবর্ধনা শেষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণার নিজ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের গোপালপুর সুতি ভিএম সরকারি পাইলট বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বরণ করে নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কৃষ্ণার অটোগ্রাফের জন্য ভিড় করতে দেখা যায়। এর পরপরই কৃষ্ণা তার নিজ গ্রামের বাড়ি চলে আসেন। কৃষ্ণার আগমনে গ্রামবাসীর সঙ্গে অনেক উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও।

পুরো গ্রামেই যেন বইছে আনন্দের বন্যা। কৃষ্ণাকে একনজর দেখার জন্য তার গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। আর এসব মানুষ দেখে কৃষ্ণার চোখেমুখে ছিল যুদ্ধজয়ের বাঁধভাঙা আনন্দ।

এদিকে সন্তানের এমন জয়ের আনন্দে মেতেছেন কৃষ্ণার মা ও বাবা। তাইতো পূর্বের সব বঞ্চনা ভুলে তারাও মেতেছে সাফজয়ের আনন্দে। কৃষ্ণার ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন জানান, যারা কৃষ্ণার ফুটবল খেলাকে কটু দৃষ্টিতে দেখতেন, তারাই এখন কৃষ্ণার প্রশংসায় পঞ্চমুখ এই অনুভতি সত্যি প্রকাশ করার মতো না। 

কৃষ্ণার ফুটবলনৈপুণ্যে গোপালপুর সুতি ভিএম সরকারি পাইলট বিদ্যালয় জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনবার দেশ সেরা হওয়ার গৌরর অর্জন করে। পরে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল গঠন করা হলে কৃষ্ণা রাণী সরকার তার নেতৃত্ব দেয়। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। আগামীতে আন্তর্জাতিক অঙ্গে খেলবে এটাই প্রত্যাশা এই ক্রিয়া শিক্ষকের।