ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল আসামি

প্রকাশিত: ১১:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২২

পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল আসামি

কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকসহ ইসমাইল হোসেন বয়াতি (৪৫) নামে এক ব্যক্তি আটকের পর পুলিশ সদস্যকে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জামাইরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে। রাতে অভিযান চালিয়ে ৪ নারী ও ৩ পুরুষসহ সাতজনকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ফেনী থেকে নারী বাহকের মাধ্যমে মাদক বেচাকেনার খবরে অভিযান চালায় পুলিশ। ৫০০ গ্রাম গাঁজাসহ আটকের পর এএসআই রবিউলকে আহত করে হাতকড়াসহ পালিয়ে যান ইসমাইল হোসেন বয়াতি। পরে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করলেও আসামিকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় জড়িত নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।

জানা যায়, ইসমাইল হোসেন বয়াতি ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন।

বুধবার বিকেলে গাঁজাসহ আটকের পর তার মামা মোশারেফ (১৯), সৌরভ (২৪), মামাতো ভাই কালা (১৯) ও প্রতিবেশী ইমনসহ (২৪)  কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আলমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।