ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ছেলের গুলিতে মায়ের মৃত্যু

প্রকাশিত: ১৯:২৬, ১৬ আগস্ট ২০২২

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ছেলের গুলিতে মায়ের মৃত্যু

মাইনুল

পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে ছেলের গুলিতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামের পটিয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জেসমিন জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান শামসু মাস্টারের স্ত্রী। ছেলে মাইনুলের গুলিতে নিহত হন তিনি।

মায়ের মৃত্যুতে বুকফাঁটা কান্না করছেন মাইনুলের বোন আয়েশা সারমিন। যে ভাই নিজের মাকে গুলি করে হত্যা করেছে সেই ভাইয়ের বর্বরতার বিচার চাইলেন তিনিও।

বাবা শামসু মাস্টারের মৃত্যুর হয়েছে ৪০ দিনও হয়নি। এরইমধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মা-ছেলের মধ্যে  ঝগড়া বাঁধে। মঙ্গলবার সকালে মা জেসমিন তার মেয়ে শায়লাকে নিয়ে ব্যাংকে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় মা ও ছেলের মধ্যে। এরই জেরে মঙ্গলবার দুপুরে মা জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে ছেলে মাইনুল। পুলিশ পটিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাইনুল নেশাগ্রস্ত ছিল। যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত। মাইনুলের বউ আর  শাশুড়ি সবাই পরিকল্পিত করে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের।

বাবা শামসু মাস্টার জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌর সভার মেয়র ছিলেন। গত ১৩ জুলাই একটি বেসরকারি হাসপাতাল তার মৃত্যু হয়।