ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘শেখ হাসিনা মানুষের হৃদয় জয়ের অনুপ্রেরণা মায়ের কাছ থেকে পেয়েছেন’

প্রকাশিত: ২৩:৩৬, ৮ আগস্ট ২০২২

‘শেখ হাসিনা মানুষের হৃদয় জয়ের অনুপ্রেরণা মায়ের কাছ থেকে পেয়েছেন’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আজকে যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষের হৃদয় জয় করেছেন সে অনুপ্রেরণা তিনি মায়ের কাছ থেকেই পেয়েছেন।’

সোমবার (০৮ আগস্ট) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও মিলাদ-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব আমাদের প্রিয় বঙ্গমাতা, তার কোনো তুলনা হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের ১৪টি মূল্যবান বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। এ সময় যদি বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সহযোগিতা না করতেন, প্রেরণা না যোগাতেন তাহলে বঙ্গবন্ধুর পক্ষে এটা সম্ভব ছিল না। কত কষ্ট করেছেন বঙ্গমাতা তা আমরা স্বচক্ষে দেখেছি।’

দোয়া-মোনাজাতে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক সিনিয়র সহসভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

দোয়া-মোনাজাত শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।