ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১৩:৩০, ১২ জুলাই ২০২২

তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগরের মুকন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন বিজয়নগরের মুকন্দপুর এলাকায় পৌঁছলে বিকট শব্দে একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান তিনি।