ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঈদে যানজট নিরসনে খুলে দেয়া হলো নলকা সেতু

প্রকাশিত: ১৮:৪২, ৪ জুলাই ২০২২

ঈদে যানজট নিরসনে খুলে দেয়া হলো নলকা সেতু

নলকা সেতু

আসন্ন কোরবানির ঈদে মহাসড়কে যানজট নিরসনে সিরাজগঞ্জে খুলে দেয়া হলো নলকা সেতুর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেন। এ লেন চালুর মধ্য দিয়ে সেতুর উভয় লেন চালু হয়ে গেল।

সোমবার (০৪ জুলাই) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

এর আগে রোজার ঈদেখুলে দেয়া হয়েছিল সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন। এক সময় সরু নলকা সেতুর কারণে ঈদে ঘরমুখো মানুষকে ঘণ্টা পর ঘণ্টা যানজটে পরে ভোগান্তি পোহাতে হতো। মহাসড়কে নলকা সেতু এলাকায় দুর্ভোগ কমাতে সাসেক ২ প্রকল্পের অধীনে পুরাতন সেতুর পাশে নতুন আরেকটি দুই লেনের সেতু নির্মাণ করা হয়।

সাসেক ২ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তারের প্রজেক্ট ম্যানেজার মো. এখলাস উদ্দিন জানান, নলকা সেতুর উভয়লেন খুলে দেয়ার ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ১৬ জেলার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন স্বস্তিদায়ক হবে বলেও জানান তিনি।