ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১১:৩৫, ১৭ জুন ২০২২

আপডেট: ১১:৩৬, ১৭ জুন ২০২২

সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা বন্যার পানিতে প্লাবিত

সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে ডিসি মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য থেকে জানা গেছে, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টায় সুরমা নদীর পানি এখন ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গভীর রাতে তা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পানি বাড়লে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে।

ডিসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। সেখান দিয়ে কোনো দূরপাল্লার গাড়ি আপাতত যেতে পারছে না।