ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটরা মুজিবনগর পরিদর্শনে

প্রকাশিত: ১৮:৩০, ২০ মে ২০২২

বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটরা মুজিবনগর পরিদর্শনে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, এক্সটেনশন স্কাউটিং বিভাগ এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটরা মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত স্থান মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তর থেকে যাত্রা করে বিকেলের মুজিবনগরে এসে পৌঁছায় স্কাউটস দলটি। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার তাদের স্বাগত জানান।

মুজিবনগর পর্যটন মোটেলে রাত্রি যাপনের পর আজ শুক্রবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয়।

পরে জেলা পরিষদ ডাকবাংলো সূর্যোদয়ের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুজিবনগর সম্পর্কে বিভিন্ন বিষয়ে উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (এক্সটেনশন স্কাউটিং ও সংগঠন) ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার।

বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) আবু হান্নান, বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা সম্পাদক মোবারক হোসেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ কমিশনার এক্সটেনশন স্কাউটিং মোহাম্মদ ইয়াছিনুর রহমান রাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটস এর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক দয়াময় হালদার, রজিনা আক্তার।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর এক্সটেনশন স্কাউটিং বিভাগের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউটদের মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহনের জন্য স্কাউটিং কার্যক্রম পর্যালোচনা করে ৩৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউট, ০৪ জন সহায়তাকারী রোভার এবং ০৮ জন লিডারসহ মোট ৫৬ জন কে অংশগ্রহণকরেন।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে আগামীকাল শনিবার সকালে স্কাউটবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিদর্শনের জন্য মুজিবনগর ত্যাগ করবেন।

গাজীপুর কথা