ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

প্রকাশিত: ০৮:১৫, ৫ মে ২০২২

উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি চালক মো. তৈয়ব আলী (৬৫) ও সিএনজি আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)।

বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক তৈয়ব আলীকে ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সিএনজি আরোহী রাতুল সকাল নয়টার দিকে মারা যান।

তৈয়ব আলীর ছেলে তরিকুল বলেন, আমার বাবা সিএনজি চালিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার সিএনজিকে ধাক্কা দেয়। এসময় আমার বাবাসহ সিএনজি আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার টঙ্গী বাজার এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ির ধোলাইপাড় সাততলা গলি এলাকায় ভাড়া বাসায় থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (উপ-পরিদর্শক) এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সিএনজি আরোহীর নাম পাওয়া গেলেও পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গাজীপুর কথা