ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২

প্রকাশিত: ০৬:৫২, ৪ মে ২০২২

তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার পর মেহেদী হাসান (১৮) ও রাকিব হোসেন (১৮) নামের দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় তার অপর এক বন্ধু রনি ইসলাম গুরুতর আহত হন।

ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারি মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে ও রাকিব হোসেন মো. জালাল উদ্দিনের ছেলে।

দুই বন্ধুই নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের তার অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে দুলাভাইয়ের বাইকে করে বড়ইচড়া থেকে তাড়াশের দিকে রওনা দেন।

এ সময় মেহেদী হাসান বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। এক পর্যায়ে তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর উপস্থিত লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

পরে রাকিব হোসেন রাত ১০টা ১৫ মিনিটের দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া গুরুতর আহত অপর বন্ধু রনি ইসলাম বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাজীপুর কথা