ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার রাতে ও রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত চন্দ্রগঞ্জ থানা বিএনপি। এসব বিরোধ নিরসন ও কমিটি গঠন নিয়ে শনিবার রাতে প্রতিনিধি সভার আয়োজন করেন জেলা বিএনপি নেতারা। কিন্তু সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদের অনুসারীরা উসকানিমূলক স্লোগান দেন। পরে সভা শেষে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রুপের সমর্থকরা। এরপর বিষয়টি মীমাংসা করে দেন সিনিয়র নেতারা।

এরই জের ধরে রোববার সকালে জেলা শহরের উত্তর তেমুহনী স্টেশন, ঝুমুর সিনেমা হল ও দুপুরে চন্দ্রগঞ্জের সমতা হলের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ান দুই গ্রুপের সমর্থকরা। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

গাজীপুর কথা