ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঝিনাইদহে ১০ মিনিটের শিলাবৃষ্টি, দিশেহারা কৃষক

প্রকাশিত: ১৩:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ঝিনাইদহে ১০ মিনিটের শিলাবৃষ্টি, দিশেহারা কৃষক

ঝিনাইদহে হঠাৎ শিলাবৃষ্টিতে সবধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে গম, ভুট্টা, মসুরি, খেসারি, ধান, রবিশস্যসহ আম ও লিচুর মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ে এ ক্ষতি হয়েছে।

কৃষকরা জানান, রোববার বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বয়ে যায় ঝিনাইদহ জেলার ৪টি উপজেলার উপর দিয়ে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে থাকা ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে গম, মসুর, ভুট্টাসহ অন্যান্য ফসল। ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন। সাধারণ মানুষ এমন শিলাবৃষ্টি এর আগে কখনো দেখেনি। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর ঝিনাইদহের উপ-পরিচালক আজগর আলী জানান, ধানের তেমন ক্ষতি না হলেও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। দ্রুতই তা নিরূপণ করে জানানো হবে সরকারের সংশ্লিষ্ট মহলকে।

গাজীপুর কথা