ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বগুড়ায় বইমেলায় পাঁচ লাখ টাকার বেচাকেনা

প্রকাশিত: ১৩:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২২

বগুড়ায় বইমেলায় পাঁচ লাখ টাকার বেচাকেনা

বগুড়ায় শেষ হয়েছে অমর একুশে বইমেলা। প্রতিবারের মত এবারও সমাপনী অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পুণ্ড্র পদক তুলে দেওয়া হয়। এবার সঙ্গীতে শওকত হায়াত খান ও সমাজসেবায় সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুকে পুণ্ড্র পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

৯ দিনব্যাপী চলা এ মেলায় পাঁচ লক্ষাধিক টাকার বইসহ বিভিন্ন খেলনা ও নারীদের প্রসাধনী বিক্রি হয়েছে।

বগুড়া শহরের সাতমাথা এলাকার শহীদ খোকন পার্ক সড়কে গত ২০ ফেব্রুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অমর একুশে বইমেলা শুরু হয়। মেলায় ৬১টি বইয়ের স্টলসহ ৭০টি স্টলে বিভিন্ন সামগ্রী বেচাকেনা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, শেষ মুহূর্তে মেলায় বইপ্রেমী ও দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে। মেলায় বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পালাগানসহ ছিল নানা আয়োজন।

তিনি জানান, এবারের মেলায় পাঁচ লক্ষাধিক টাকার বইসহ বিভিন্ন খেলনা ও নারীদের প্রসাধনী বেচাকেনা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

গাজীপুর কথা