ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দৌলতখানে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

প্রকাশিত: ১৬:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২

দৌলতখানে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিন গামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তিন জেলে নিখোঁজ হয়েছে। এতে আহত হয়েছে ট্রলারে থাকা আরো তিন জেলে। 

আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার রাত ২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করে

ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করে

খবর পেয়ে ভোলা কোস্টগার্ড ও দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করেন। এদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনরা।  নিখোঁজ তিনজন হলেন এরশাদ, মমিন ও আকবর।

ট্রলারের মালিক আব্দুর রহমান জানান, বুধবার রাত ২ টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ লঞ্চটি  ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

 

নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনরা।

নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনরা।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ চলমান রয়েছে। 

গাজীপুর কথা