ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ট্রাকের ধাক্কা, ঝরল দুই প্রাণ

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ জানুয়ারি ২০২২

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ট্রাকের ধাক্কা, ঝরল দুই প্রাণ

খাগড়াছড়ির গুইমারায়ে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। পথে বুদংপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক কেটে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। ট্রাকের চালকসহ গুরুতর আহত দুজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, খাগড়াছড়ির রামগড়ে প্রেমিকাকে বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাঈম মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ১০ জানুয়ারির ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার প্রেমিকা।

অভিযুক্ত নাঈম মজুমদার রামগড় পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমিন মজুমদারের ছেলে। সে স্থানীয় সোনাইপুল বাজারের একটি কাপড় দোকানের কর্মচারী।

মামলা সূত্রে জানা গেছে, ছয় মাস আগে নাঈমের সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী কিশোরীর। গত ১০ জানুয়ারি ওই কিশোরী রামগড়ের বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে যান। পরে প্রেমিক নাঈমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় প্রেমিকাকে ধর্ষণ করে নাঈম। ধর্ষণ শেষে রাতে ওই কিশোরীকে অটোরিকশায় করে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয় সে।

গাজীপুর কথা