ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চাটনি ভেবে কীটনাশক খেল চার শিশু

প্রকাশিত: ০৭:০৬, ২৯ ডিসেম্বর ২০২১

চাটনি ভেবে কীটনাশক খেল চার শিশু

যশোরের শার্শা উপজেলার কাজীপাড়া গ্রামে চাটনি মনে করে কীটনাশক খেয়েছে চার শিশু। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

চার শিশু হলো- শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ১০ বছর বয়সী ভাতিজা আজগার আলী, কাজী শহিদুর জামান শিল্পীর আট বছরের মেয়ে কাজী স্নেহা, জাবেরের সাত বছরের ছেলে নাসির ও হামিম হোসেনের পাঁচ বছরের ছেলে তামিম ইকবাল।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনুজ্জামান রাজন বলেন, একসঙ্গে খেলতে খেলতে কাজীপাড়া মেইন রোড ধরে যাচ্ছিল চার শিশু। এ সময় পাশে পড়ে থাকা কীটনাশকের একটা ছোট্ট প্যাকেট দেখতে পায়। পরে তারা চাটনি মনে করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

এরপর প্রথমে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। যশোরে নেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গাজীপুর কথা