ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নিজ ঘরে মেয়েকে দিয়ে মায়ের দেহ ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতে ধরা

প্রকাশিত: ১৪:৩০, ১৭ ডিসেম্বর ২০১৯

নিজ ঘরে মেয়েকে দিয়ে মায়ের দেহ ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতে ধরা

ঠাকুরগাঁওয়ে নিজের মেয়েসহ যুবতীদের দিয়ে দেহ ব্যবসা করানোর দায়ে মা-মেয়েসহ তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই অভিযান চালানো হয়। 

অভিযানে ঠাকুরগাঁও সদরের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে দেন। এ সময় প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকার আইয়ুব আলীর স্ত্রী সাথী আক্তার, তার মেয়ে ও পঞ্চগড় জেলার মরিয়ম আক্তার।

আব্দুল্লাহ আল মামুন জানান, ওই নারীর নিজ মেয়ে ও অন্য এলাকার যুবতীদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ পালিয়ে গেলেও মা মেয়েসহ তিন জনকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে ঠাকুরগাঁও সদর থানার পুলিশের একটি দল এবং সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলসহ অন্যরা উপস্তিত ছিলেন।

গাজীপুর কথা