
শিশুসন্তানকে নিয়ে মায়ের বিষপান, ছেলের মৃত্যু
মানিকগঞ্জে সাত বছরের ছেলেকে নিয়ে বিষপান করেছেন মিতা সরকার (৩৫) নামের এক চিকিৎসক। এতে ওই চিকিৎসক বেঁচে গেলেও মৃত্যু হয়েছে ছেলে রসু মন্ডলের। আজ শনিবার সকালে জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মিতা সরকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার নারায়ন সরকারের মেয়ে। দুই বছর আগে স্বামী চিকিৎসক রঞ্জন কুমার মণ্ডলের সাথে তার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে মিতা তার ছেলে ও মাকে নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্রি এলাকার ভাড়া থাকতেন। মিতা শহরের ট্রমা জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। আজ সকালে ভাড়া বাসায় ছেলেকে নিয়ে বিষপান করেন তিনি। পরে তাদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মিতা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নিহত শিশু রসু মণ্ডলের দাদা রঞ্জিত কুমার মণ্ডল তার নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাবেক পুত্রবধূর বিরুদ্ধে। তিনি বলেন, ডা. মিতা তার কর্মস্থলের আরেক চিকিৎসক অর্ঘ্য সরকারের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল। এজন্যই ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, শিশুটির মরদেহ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই চিকিৎসক সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।