ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল

প্রকাশিত: ২৩:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল

কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল

সরকারি ছুটির তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। বর্তমানে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ।

 লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, গঙ্গামতির চর ও বৌদ্ধ বিহার সহ সর্বত্র এখন পর্যটকদের আনাগোনা। আগত পর্যটকরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমুদ্রের নোনা জলে উন্মাদনায় মেতেছেন। কেউবা ঘুরছেন ঘোড়া কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসেই উপভোগ করছেন। 

কুয়াকাটার শতাধিক হোটেল মোটেল পর্যটকে ঠাসা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্রিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন রয়েছে অতিরিক্ত টুরিষ্ট পুলিশ।