বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৩ ১৪৩০,  ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

হিমাগারে অভিযান

৪১ বস্তা আলু ২৭ টাকা দরে বিক্রি করলো ভোক্তা অধিকার

প্রকাশিত: ১৭:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

৪১ বস্তা আলু ২৭ টাকা দরে বিক্রি করলো ভোক্তা অধিকার

সংগৃহিত ছবি

বেশি দামে আলু বিক্রির অভিযোগে কুমিল্লায় বিভিন্ন আলুর হিমাগারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় হিমাগারে রাখা ৪১ বস্তা আলু সরকার নির্ধারিত ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে থেকে দুপুর পর্যন্ত জেলার বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকার হিমাগারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকায় বিভিন্ন আলুর হিমাগারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় কংসনগর কোল্ড স্টোরেজে ভোক্তা অধিকার সংরক্ষণ মনিটরিং টিম দাঁড়িয়ে থেকে দুই হাজার ৪৬০ কেজি (৪১ বস্তা) আলু বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দাম ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। একইসঙ্গে ওই কোল্ড স্টোরেজে থাকা বাকি ১০ লাখ ৮০ হাজার কেজি আলু সরকার নির্ধারিত দামে বিক্রি করে ভাউচার প্রদর্শনের জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।

সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি আলুর আড়তকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।