ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১২ মে ১৯৭১, বেগম মুজিব পরিবারসহ গ্রেফতার হন

প্রকাশিত: ০৫:৩৯, ১২ মে ২০২২

১২ মে ১৯৭১, বেগম মুজিব পরিবারসহ গ্রেফতার হন

এইদিন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যদের আশ্রয় নেয়া মগবাজারের বাসা পাকিস্তান সেনাবাহিনীর মেজর হোসেনের নেতৃত্বে একদল সৈন্য ঘেরাও করে। সেখানে উপস্থিত বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদকে বলেন তারা মুজিবের পরিবারকে গ্রেফতার করতে এসেছেন। তাদের কাছে খবর আছে যে এ বাসাতেই মুজিব পরিবার অবস্থান নিয়েছে। মেজর হোসেন ওয়্যারলেস মেসেজ দিয়ে আরও সৈন্য আনেন। সন্ধ্যার সময় সবাইকে কন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে ধানমণ্ডির দিকে নিয়ে যাওয়া হয়। কন্টিনেন্টাল হোটেলের সামনে এ সময় এনা চিফ গোলাম রসুল মল্লিক তাদের দেখে ফেলেন এবং হাত নাড়েন। মেজর হোসেন তাদের ১৮ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে রেখে বাহিরে ২০ জন সৈনিকের প্রহরার ব্যবস্থা করেন।

গাজীপুর কথা