ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ট্রেনে কাটা পড়ে নিহত ডিম বিক্রেতা বাবা, সন্তানরা দিশেহারা

প্রকাশিত: ১৮:৫০, ২৪ জানুয়ারি ২০২২

ট্রেনে কাটা পড়ে নিহত ডিম বিক্রেতা বাবা, সন্তানরা দিশেহারা

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া শেহের আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যায় ডিম বিক্রি করতেন। তার রয়েছে তিন সন্তান। এক মেয়ে ও দুই ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে মেহেদী হাসান এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র, ছোট ছেলে জায়েদ হাসান এবার এসএসসি পাস করেছে।

জাহেদ হাসান বলেন, আব্বা বাসস্ট্যান্ডে ডিম বিক্রি করেই আমাদের সংসার চালাতেন। মাঝেমধ্যে রাতে মাছ ধরতে যেতেন। গতকাল মাছ ধরতে গেছিল। আমাদের দুই ভাইকে পড়তে বলতো সব সময়। টাকা পয়সা নিয়ে চিন্তা না করতে বলতো। বলতো তোরা ভালো করে পড়।

শেহের আলীর প্রতিবেশী তরিকুল ইসলাম বলেন, দুই ছেলেকে পড়ালেখা করানো, আর সংসার খরচ চালিয়ে বাড়িটা করতে পারেনি শেহের আলী। কোনো রকমে থাকত। ওই ছিল পরিবারটার এক মাত্র উপার্জনের মাধ্যম। এখন পরিবারটা অনেকটাই চাপে পড়ে গেল। ছেলে দুইটা এখনও উপার্জন করা শেখেনি।

গাজীপুর কথা