ঢাকা,  মঙ্গলবার  ১৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আগতদের কোভিড সনদ বাধ্যতামূলক

প্রকাশিত: ১০:৪০, ২ ডিসেম্বর ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আগতদের কোভিড সনদ বাধ্যতামূলক

বিজয় দিবসে জাতীয় সংসদ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় আয়োজনে আগত অতিথিদের কোভিড সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন।  
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বিকেলে জাতীয় সংসদ ভবনে এই আয়োজনে আমরা দেশ-বিদেশের প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। যারা এই অনুষ্ঠানে আসবেন, তাদের প্রত্যেকের কোভিড সনদ অবশ্যই নিয়ে আসতে হবে।’এই আয়োজনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আয়োজনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আসবেন বলে কথা রয়েছে। 
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
সভায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, হুইপ ইকবালুর রহিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল চৌধুরী, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল।

গাজীপুর কথা