ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফেনীতে চালু হলো পুলিশের ‘কুইক রেসপন্স টিম’

প্রকাশিত: ০৬:০১, ২৫ নভেম্বর ২০২১

ফেনীতে চালু হলো পুলিশের ‘কুইক রেসপন্স টিম’

ফেনীতে সন্ত্রাস, ইভটিজিং, ছিনতাই, মাদক কেনা-বেচা, স্কুল-কলেজ পড়ুয়াদের অবাধ আড্ডা ও কিশোর অপরাধসহ নানা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে চালু হয়েছে ‘কুইক রেসপন্স টিম’।
বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নির্দেশে বিশেষ এ টিম কার্যক্রম শুরু করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসান ইমামের নেতৃত্বে প্রাথমিকভাবে ২৪ সদস্যের একটি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রয়োজনে এ টমের সদস্য আরও বাড়ানো হবে। যে কোনো প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে অপরাধ দমনে এগিয়ে যাবে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের মধ্যে যেসব সদস্য শারীরিকভাবে দক্ষ বিশেষভাবে প্রশিক্ষিত যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারে সক্ষম তাদের নির্বাচন করে এ টিম গঠন করা হয়েছে।

এ বিষয়ে হাসান ইমাম জানান, সকাল থেকে ‘কুইক রেসপন্স টিমের’ সদস্যরা শহরের ট্রাংক রোড, কলেজ রোড, মহিপাল, হাসপাতাল মোড় টহল দিয়েছেন। এসময় ড্রেস পরা স্কুল-কলেজ পড়ুয়াদের আড্ডা ও ঘোরাঘুরি বন্ধে সতর্ক করা হয়।

গাজীপুর কথা