ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সংসদের মুলতবি অধিবেশন বিকালে, স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:২৫, ২৪ নভেম্বর ২০২১

সংসদের মুলতবি অধিবেশন বিকালে, স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকালে। বুধবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। 
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনব্যাপী এই অধিবেশনে আজ স্বারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও দুদিনের আলোচনা শেষে এ প্রস্তাব গ্রহণ করা হবে। 
গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান।
স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আজ রাষ্ট্রপতির বক্তৃতার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করবেন। এরপর বিশেষ আলোচনা হবে। যা ২৫ নভেম্বরও চলবে। দুদিনের এই আলোচনা শেষে প্রস্তাব গ্রহণ করা হবে।

গাজীপুর কথা