ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

করোনায় ঝুঁকি নিয়ে কাজ করেছে নৌ মন্ত্রণালয় ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ২৯ জুলাই ২০২১

করোনায় ঝুঁকি নিয়ে কাজ করেছে নৌ মন্ত্রণালয় ॥ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা পরিস্থিতিতেও নৌপরিবহন মন্ত্রণালয় ঝুঁকি নিয়ে কাজ করেছে। বিশেষ করে চট্টগ্রাম, মোংলা বন্দর ও স্থলবন্দরে অনেক কাজ হয়েছে। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বেনাপোল ও চট্টগ্রাম বন্দরের সমস্যা মোকাবেলা করা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথ সচল রেখে চেন অব সাপ্লাই ধরে রেখেছিলাম। কোভিড-১৯ মাথায় রেখেই প্রকল্পের কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কৃচ্ছ্র সাধন নীতি অবলম্বন করতে হবে। টেন্ডার জাতীয় কার্যক্রম এখন থেকেই শুরু করতে হবে, যাতে শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধন হয়।

 

গাজীপুর কথা