ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আজ দেশের বিভিন্নস্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশিত: ০৩:১০, ২০ জুলাই ২০২১

আজ দেশের বিভিন্নস্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা

চাঁদপুর, বরগুনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদ উল আযহার ঈদ পালন করার কথা থাকলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই বিভিন্ন জায়গায় এই ঈদ উদযাপিত হয়। 

চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবে সোমবার হজ সম্পন্ন হওয়ায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন।  এই দরবারের বর্তমান পীর শাইখ মো. আরিফ চৌধুরী জানান, দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন।

আজ ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।

বরগুনায় ৫০টি পরিবার বিচ্ছিন্নভাবে উদযাপন করছে ঈদুল আজহা। আজ সকালে সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী পরিচিত বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী মল্লিক বাড়ী জামে মসজিদ এবং আমতলির গোজখালী দরবার শরীফে এবং পাথরঘাটার হাতেমপুর চৌধুরী বাড়ী মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। 

দক্ষিণ চট্টগ্রামের কিছু গ্রামের মানুষ আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আযহার ঈদ পালন করছেন। মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শত বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন করেন। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবছরও পশু কোরবানি করবেন দরবার শরীফের অনুসারীরা।

গাজীপুর কথা