ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দেশে একদিনে আরও ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

প্রকাশিত: ২২:১৬, ২৬ মে ২০২২

দেশে একদিনে আরও ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

করোনাভাইরাস আপডেট বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের।
এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় চার হাজার ৩২৬টি নমুনা। এসময় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৯৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ এক হাজার ৭৯৫ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন