ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাজশাহী মেডিকেলে আরো দুজনের প্রাণহানি

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহী মেডিকেলে আরো দুজনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর বাড়ি নাটোর জেলায়। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন ও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। দুজনই হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ড এবং কেবিনে ভর্তি ছিলেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৬ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি সাতজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এ একদিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।

বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ছয়জন, নাটোরের একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৪৬টি নমুনা পরীক্ষায় দুজনের ও জয়পুরহাট জেলার ৩৫টি নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪ দশমিক ৩৫ শতাংশ।

গাজীপুর কথা

আরো পড়ুন