ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাবিতে করোনা শনাক্তের হার ৬৬ শতাংশ

প্রকাশিত: ১৬:১৫, ২৪ জানুয়ারি ২০২২

রাবিতে করোনা শনাক্তের হার ৬৬ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারীদের মধ্যে নতুন করে আরো ৬২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যা শতকরা হিসেবে ৬৬.৬৬ শতাংশ। যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. তবিবুর রহমান প্রধান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পিসিআর ল্যাব টেস্টের জন্য সর্বমোট ৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষায় ৬২টি নমুনার পজেটিভ রিপোর্ট আসে।

তবিবুর রহমান আরো বলেন, যারা নমুনা দিয়েছে তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। শিক্ষার্থীরা খুব কমসংখ্যক নমুনা দিতে আসছেন। তবে যেসব শিক্ষার্থী নমুনা দিয়েছে, তাদের মধ্যে বেশির ভাগই করোনা পজিটিভ ফলাফল এসেছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল রোববার ৬৫টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত করা হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন