ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টানা ২৯ দিন করোনায় মৃত্যুহীন দেশ, আক্রান্ত ৩৫

প্রকাশিত: ১৫:২১, ১৯ মে ২০২২

টানা ২৯ দিন করোনায় মৃত্যুহীন দেশ, আক্রান্ত ৩৫

মহামারি করোনাভাইরাসে আরেকটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এ নিয়ে টানা ২৯ দিন করোনায় কোনো মৃত্যু হয়নি দেশে। এতে মৃতের সংখ্যা অপরিবর্তিতই রয়েছে। এর আগে সবশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে। এর আগে গত বুধবার (১৮ মে) দেশে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২১৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

গাজীপুর কথা

আরো পড়ুন