ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

করোনাভাইরাস: জুন থেকে ৫ বছরের শিশুরাও ভ্যাকসিন পাবে

প্রকাশিত: ১৫:০৫, ৩০ এপ্রিল ২০২২

করোনাভাইরাস: জুন থেকে ৫ বছরের শিশুরাও ভ্যাকসিন পাবে

আগামী জুনের মাঝামাঝিতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে শিশুদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এখনও করোনা আছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা কাজ-কর্ম করতে পারছি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপত এ্যাড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ ইরাদ কোরাইশী ইমনসহ দলীয় ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন