ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাকায় বাস ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

প্রকাশিত: ১১:৫২, ১০ আগস্ট ২০২২

ঢাকায় বাস ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

ফাইল ফটো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এবার ঢাকা মেট্রোপলিটন এলাকার যাত্রীদের জন্য ভাড়ার চার্ট প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

বিআরটিএ নতুন ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর ৪ খণ্ডে প্রকাশিত ভাড়ার তালিকা দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।

আরো পড়ুন