ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তেল কম দেওয়ায় সোহরাব পেট্রল পাম্পকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:২১, ৪ আগস্ট ২০২২

তেল কম দেওয়ায় সোহরাব পেট্রল পাম্পকে এক লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

তেল কম দেওয়ায় সোহরাব সার্ভিস স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। অভিযোগ দায়ের করায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শেখ ইসতিয়াক আহমেদ জরিমানার টাকা থেকে ২৫ হাজার টাকা পাবেন। 

বৃহস্পতিবার এ জরিমানা করা হয়। 

গত ১ আগস্ট মোটরসাইকেলে পরিমাণে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে সোহরাব পেট্রল পাম্পের সামনে আট ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শেখ ইসতিয়াক আহমেদ। 

‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে ঐ দিন সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নেন তিনি। পরে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ গ্রহণ করে শুনানির পর পেট্রল পাম্পটিকে এ জরিমানা করা হয়। 

আরো পড়ুন