ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মিরপুরে চালের আড়তে অভিযান, জরিমানা

প্রকাশিত: ১৫:৩৩, ১ জুন ২০২২

মিরপুরে চালের আড়তে অভিযান, জরিমানা

ফাইল ফটো

চালের ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে অভিযান চালাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুরে শাহ স্মৃতি মার্কেটের পাইকারি চালের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুন) দুপুরে অভিযান শুরু হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্রের নেতৃত্বে শুরুতেই মেসার্স তাইয়্যেবা রাইস এজেন্সি নামের একটি আড়তে অভিযান চালানো হয়। সেখানে সরকারের বেধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির রশিদ পান ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বলেন, মিরপুর ১ নম্বর এলাকার একটি বাজারে চালের আড়তে দুপুর থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। তাইয়্যেবা রাইস এজেন্সিতে যেসব চালের দাম বেশি সেগুলোর দাম লেখা হয়নি। এ কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাইয়্যেবা রাইস এজেন্সির প্রোপাইটার আতিকুর রহমান বলেন, আমরা বেশি দামে চাল কিনলেও অতিরিক্ত দামে বিক্রি করছি না। মূল্য তালিকায় কয়েকটি চালের দাম উল্লেখ করা হয়নি। এ কারণে আমাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গত ৩০ মে মন্ত্রিসভার বৈঠকে বোরোর ভরা মৌসুমে চালের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংসহ চালের বাজর নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত আটটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

আরো পড়ুন