ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে গুদামে ও বসতঘরে আগুন

প্রকাশিত: ১৩:৩৪, ৭ নভেম্বর ২০১৮

আপডেট: ১৮:০০, ৩০ ডিসেম্বর ১৯৯৯

টঙ্গীতে গুদামে ও বসতঘরে আগুন

টঙ্গীতে গুদামে ও বসতঘরে আগুন

গাজীপুরের টঙ্গীতে এক অগ্নিকান্ডে  কাঠের ও ঝুটের গুদাম এবং বসতঘর পুড়ে গেছে। বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল সোয়া ৭ই নভেম্বর ৭টার দিকে চেরাগআলী এলাকায় কাঠের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশে থাকা অন্য কাঠের ও ঝুটের গুদাম এবং বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
আগুনে কাঠের পাঁচটি গুদাম, ঝুটের একটি গুদাম ও একটি বসতঘর এবং গুদামে থাকা কেরোসিন কাঠ, প্লাইউট, প্লাস্টিকের ক্যারেটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মশার কয়েলে থাকা আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে এ ঘটনার ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি। 

গাজীপুর কথা

আরো পড়ুন