ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আমার বাবার খুনিদের বিচার চাই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩:৪২, ৫ মে ২০২২

আমার বাবার খুনিদের বিচার চাই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমার বাবার খুনিদের বিচার চাই। যারা আমার বাবাকে দিন-দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আমাকে পিতৃহারা করল, তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। যার পিতা মাতা নেই তারাই শুধু বোঝে পিতা মাতার শূন্যতা। পিতা মাতার অভাব অপূরণীয়।’

আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বাবার আদর্শ নিয়ে রাজনীতি করছি। মানুষের পাশে থেকে এলাকার স্কুল কলেজ মাদ্রাসা ও মানুষকে সেবা প্রদান করে আসছি। তেমনি আগামী দিনেও সবার সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নে কাজ করতে চাই।’ 

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারকে ২০০৪ সালের ৭ টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবকলীগের এক কর্মী সমাবেশ বিএনপি-জামায়াত মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। কাল শনিবার তার ১৮ম শাহাদাৎবার্ষিকী। 

এ উপলক্ষে টঙ্গী ও তার নিজ গ্রাম গাজীপুরের হায়দরাবাদে টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াত, শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় নেতাকর্মীদের কালোব্যাচ ধারণ, শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, দপুরে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও আহ্সান উল্লাহ্ মাস্টারের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আহ্সান উল্লাহ্ মাস্টারের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘আমার ভাইকে সন্ত্রাসীরা দিন-দুপুরে গুলি করে মেরে ফেলল। ভাইজানের কথা মনে পড়লে অনেক স্মৃতি ভেসে ওঠে। নিষ্পাপ ভাইটিকে বাঁচতে দিলো না ওরা। ওদের বিচার চাই।’ 

গাজীপুর কথা

আরো পড়ুন