ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ছাড়া পেল রাইদার ৪০ বাস

প্রকাশিত: ১৬:০৯, ২৯ নভেম্বর ২০২১

ছাড়া পেল রাইদার ৪০ বাস

ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় আটকে রাখা রাইদা পরিবহনের ৪০টি বাস ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাইদা পরিবহনের ৪০টি বাস প্রগতি সরণির রামপুরা বিটিভি ভবন এলাকায় আটকে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে বিকেলে ৪টায় দিকে আটকে রাখা বাস ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ঐ বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

এর আগে, নভেম্বর মাসে রাইদা বাস থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয় এবং হাফভাড়া দিতে চাওয়ায় ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এর রেষ না কাটতেই এবার একই কলেজের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো।

গাজীপুর কথা

আরো পড়ুন