ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে জরিমানা

প্রকাশিত: ১৭:৩৮, ২৬ অক্টোবর ২০২১

গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর এ জরিমানা করেন।
গাজীপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল শাহীন জানান, দেশীপাড়া এলাকার মো. হাছান উদ্দিন চাষ ও বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুয়ায়ী মৎস চাষী হাছান উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম সাদিক তানভীর।

গাজীপুর কথা

আরো পড়ুন