ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে একটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ কার্টুনভর্তি ওষুধ জব্দ

প্রকাশিত: ১৭:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরে একটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ কার্টুনভর্তি ওষুধ জব্দ

গাজীপুর মহানগরীর একটি ফার্মেসিকে ৩ লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন। এ সময় ফার্মেসির মালিককে পাওয়া যায়নি।
দণ্ডিত ফার্মেসি ম্যানেজার খলিলুর রহমান (৪৪) পটুয়াখালীর দশমিনা থানার বাসবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ‘গ্রীন ডে’ নামক একটি ফার্মেসির ম্যানেজার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তামান্না রহমান জ্যোতি জানান, রোববার বিকালে গাজীপুর মহানগরীর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফার্মেসিগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘গ্রীন ডে’ নামক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ দুই কার্টুনভর্তি ওষুধ/এন্টিবায়োটিক পাওয়া যায়।
এছাড়া ফার্মেসির মালিকের নামে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ থাকায় ফার্মেসিতে থাকা ম্যনেজারকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় ফার্মেসির মালিককে পাওয়া যায়নি।
অভিযানে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবিব, গাজীপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস এম আহসান উল্লাহ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল হক উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন