ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে পুড়িয়ে দেয়া হলো নিষিদ্ধ কারেন্ট জাল

প্রকাশিত: ১৭:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরে পুড়িয়ে দেয়া হলো নিষিদ্ধ কারেন্ট জাল

জেলা মৎস্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের দিক নির্দেশনা ও জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলার বেলাই বিলে কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল দখলে থাকার অভিযোগে ৪ জনকে ১৪ শত টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ২ হাজার মিটার কারেন্ট জাল, ২টি ম্যাজিক রিং চাই জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী।
প্রসিকিউশন দায়ের করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন। সার্বিক সহায়তায় ছিল মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

গাজীপুর কথা

আরো পড়ুন