ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু

প্রকাশিত: ১৭:১২, ২৬ জুলাই ২০২১

গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩৯৭ নমুনা পরীক্ষায় নতুন করে ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩, আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৯৭ জন।

সোমবার বিকালে সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গাজীপুরে ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৩১ জন, কালীগঞ্জে ২৭ জন, শ্রীপুরে ৩৯ জন ও কাপাসিয়ায় ২৮ জন এবং কালিয়াকৈরে ৩২ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ১ লাখ ১ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৯৯৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ১০ হাজার ৫২৯ জন, কালীগঞ্জে ১২২৪ জন, কালিয়াকৈরে ১৮০৮, কাপাসিয়ায় ১২১২ ও শ্রীপুরে ২১৮৪ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, নতুন সাতজনসহ এ পর্যন্ত জেলায় ৩২৩ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৪০ জন।

গাজীপুর কথা

আরো পড়ুন