ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে মাস্ক বিহীন ঘোরাঘুরি করায় অর্থদন্ড

প্রকাশিত: ১৭:৩৩, ২৫ জুলাই ২০২১

গাজীপুরে মাস্ক বিহীন ঘোরাঘুরি করায় অর্থদন্ড

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করে কাশিমপুর থানা এলাকায় মাস্ক বিহীন ঘোরাঘুরি করায় ৫ জনকে অর্থদন্ড করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন গলিতে দোকান খোলা রাখার অপরাধে কয়েক দোকানীকেও অর্থদন্ড করা হয়।

জেলা প্রশাসক আরো জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে রবিবার জেলার বিভিন্ন এলাকায় মোট ১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় মাস্ক বিহীন ঘুরাঘুরি করায় এবং মন্ত্রী পরিষদের জারিকৃত পরিপত্র অনুসরণ না করায় কিছু দোকানকে জরিমানা করা হয়। পৃথক অভিযানকালে এসব ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ২৭ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড ও ৫৩টি মামলা দায়ের করেছে।

গাজীপুর কথা

আরো পড়ুন